The news is by your side.

বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত বিবাহযোগ্য নারী উর্বশী!

0 102

‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’ পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারীর এই তকমা দিয়েছে আইডব্লিউএম বাজ। পাশাপাশি গ্লোবাল সুপারস্টার অ্যাচিভার পুরস্কারও পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান  উর্বশী ।

আইডব্লিউএম বাজ অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উর্বশী রাউতেলা লিখেন, ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর পুরস্কার প্রদানের জন্য আইডব্লিউএম বাজ কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে অধ্যবসায়ের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

 

 

Leave A Reply

Your email address will not be published.