The news is by your side.

বিশ্বের গ্যাস বিতরণ কেন্দ্র হবে তুরস্ক: এরদোগান

0 109

বিশ্বের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যথাযথ ব্যবস্থা নিয়েছে তুরস্ক। এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের সিলিভরি আন্ডারগ্রাউন্ড প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন এরদোগান। খবর হুররিয়াত নিউজের।

তিনি বলেন, ‘লক্ষ্য পূরণে আমরা আমাদের মিত্র দেশ এবং অংশীদারদের সঙ্গে কাজ করছি। জ্বালানি খাতকে পুরোপুরি ভিন্নভাবে গড়ে তোলা হবে।’

এরদোগান জানান, ‘জ্বালানি খাতের উন্নয়নে ২০৫৩ সালের মধ্যে বৈদেশিক নির্ভরতা ৭১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ নামিয়ে আনা হবে।’

তুরস্কের প্রেসিডেন্ট জানান, ‘সম্প্রতি তুর্কমেনিস্তান ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকে আমরা জ্বালানি ও এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করেছি। এতে লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।’

এর আগে তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার জন্য দেশটিতে গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

Leave A Reply

Your email address will not be published.