The news is by your side.

বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না:  পুতিনকে জেলেনস্কি

0 112

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন বছরের এক ভাষণে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন। বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না।

রুশ সেনাদের জন্য পুতিনের দেওয়া নতুন বছরের শুভেচ্ছা ভাষণের পরই এ কথা বলেন জেলেনস্কি।

রাশিয়ার জনগণের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনারা মনে করছেন আপনাদের নেতা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। না, তিনি তার সামরিক বাহিনীর পেছনে রয়েছেন। তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন, আপনার দেশ ও আপনার ভবিষ্যৎ পুড়িয়ে দিচ্ছেন।

নতুন বছর শুরুর কিছু সময় আগেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে অন্তত ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কখনও রাশিয়াকে ক্ষমা করবে না।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবারের এই হামলায় একজন বেসামরিক নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হন।

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.