The news is by your side.

বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে দেশ রসাতলে যাবে না: বাণিজ্যমন্ত্রী

0 161

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে দেশ রসাতলে যাবে, বিষয়টি তেমন নয়। আমরা ঋণ নেওয়াসহ সার্বিক বিষয়ে চিন্তা-ভাবনা করছি। দেশের অর্থনৈতিক প্রয়োজন বোধ করলে ঋণ নেবো।

শনিবার  বেলা সোয়া ১১টার দিকে রংপুর নগরীর চিকলী বিনোদন পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে দুর্ভিক্ষ হতে পারে’। এর পাশাপাশি বলেছেন, ‘দেশে যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে’। প্রধানমন্ত্রী আমাদের এই ম্যাসেজ দেওয়ার মাধ্যমে আমাদের সতর্ক করেছেন। বিশ্বব্যাংকের ব্যাপারও তাই। আমাদের রিজার্ভ বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি বিশ্বব্যাংক আমাদের সহায়তা করবে, এতে কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, আমাদের অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তাদের দেওয়া শর্ত পরীক্ষা করে দেখছে।

বাণিজ্যমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বিশ্ববাজারে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সুযোগ নেয়। সেটা আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, বিদেশে পোশাক রফতানিতে এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতা আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতির ওপর চাপ পড়েছে। এ জন্য পোশাক রফতানি কমেছে। তবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বড় ধরনের অর্ডার আমরা পাবো, ফলে এই ক্ষতি পুষিয়ে যাবে।

 

Leave A Reply

Your email address will not be published.