The news is by your side.

বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় হারের মুখ দেখলো লাল-সবুজের প্রতিনিধিরা

0 118

বিশ্বকাপে শুরুটা হয়েছিলো স্বপ্নের। এরপরই দুঃস্বপ্নের শুরু বাংলাদেশের। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর টানা দ্বিতীয় হারের মুখ দেখলো লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১২ রানে ১৩ বলে ৯ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করেন মুস্তাফিজ। তার বিদায়ের পর ক্রিজে আসেন কেন উইলিয়ামসন।

উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ডেভন কনওয়ে। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯২ রানে ৫৯ বলে ৪৫ রান করে আউট হন কনওয়ে।

কনওয়ের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেম উইলিয়ামসন। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই কিউই অধিনায়ক।

১০৭ বলে ৭৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান উইলিয়ামসন। এরপর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৪৩ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল।

ফিলিপস ১১ বলে ১৬ ও মিচেল ৬৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন।

Leave A Reply

Your email address will not be published.