The news is by your side.

বিশ্বকাপ বাছাই পর্ব: নেইমার ও মার্কিনহোসের যুগলবন্দিতে ব্রাজিলের জয়

0 100

 

বলিভিয়ার জালে ৫ গোল দিয়ে  ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে । তবে পেরুর বিপক্ষে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় দলটি। তবে শেষ মুহূর্তে নেইমার ও মার্কিনহোসের যুগলবন্দি জয় এনে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বুধবার  বাংলাদেশ সময় সকালে পেরুর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ব্রাজিল। ৯০তম মিনিটে একমাত্র গোলটি করেন মার্কিনহোস। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে বল জালে জড়ান এই পিএসজি ডিফেন্ডার।

ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ বলিভিয়ার বিপক্ষে খেলা ব্রাজিল  স্কোয়াডকেই তৈরি করছিলেন পেরুর বিপক্ষে খেলানোর জন্য।

এক বছরের চুক্তি রয়েছে ব্রাজিলের এই কোচের। তার চুক্তির মেয়াদ এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনসেলোত্তির চুক্তির মেয়াদ প্রায় একই সময়ে শেষ হতে চলেছে। এরপর আনসেলোত্তিই ব্রাজিল দলের হাল ধরবেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু বলিভিয়ার সাথে ব্রাজিলের আক্রমণাত্মক খেলার স্টাইলে দিনিজকে নিয়ে বেশ আশাবাদী স্থানীয় মিডিয়াগুলো।

পেরুর বিপক্ষেও ব্রাজিলের আচরণ একই হবে বলে ট্রেনিং সেশনেই দেখিয়ে দিয়েছিলেন দিনিজ।

ব্রাজিল এবং পেরু এ পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জয় ছিনিয়ে নিয়েছে ১৩ বার। দু’বার জয়ের মুখ দেখেছে পেরু। আর বাকি দুটি ম্যাচ ড্র ছিল।

Leave A Reply

Your email address will not be published.