The news is by your side.

বিশ্বকাপ ফুটবল: প্রমোদতরীতে থাকবেন ফুটবলারদের  স্ত্রী, প্রেমিকারা

0 159

শুরু হয়েছে কাউন্টডাউন। ফুটবল জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। ফুটবলারদের উৎসাহ জোগাতে কাতার পাড়ি দেবেন তাঁদের স্ত্রী, প্রেমিকারাও। ব্যতিক্রম নন ইংল্যান্ডের ফুটবলারদের সঙ্গিনীরাও।

২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। সেখানে যাবেন ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারাও। তবে সঙ্গিনীদের সঙ্গে এক ছাদের তলায় থাকতে পারবেন না ফুটবলাররা।

কাতারে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য থাকছে বিশেষ থাকার ব্যবস্থা। কোনও বিলাসবহুল হোটেল নয়। একটা প্রমোদতরীতে থাকবেন তাঁরা।

বিনোদনের সব রকম রসদ মজুত থাকছে ওই প্রমোদতরীতে। তার নাম ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’।

প্রমোদতরীটি কোনও একটা জায়গায় নোঙর করা থাকবে। সেখানেই বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।

প্রমোদতরীটির দাম প্রায় ৯৩২৬ কোটি  টাকা। যার নাম দেওয়া হয়েছে ‘ভাসমান প্রাসাদ’।

ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা যাতে কখনও মনে অনুভব করেন যে তাঁরা প্রমোদতরীতে রয়েছেন, সে জন্য বিলাসবহুল ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি। সেলুন, বুটিক, রেস্তরাঁ, পানশালা থাকছে সেখানে।

কাতারে মদ্যপান করা নিয়ে কড়াকড়ি রয়েছে। তবে ওই প্রমোদতরীতে নিশ্চিন্তে দেদার মদ্যপান করতে পারেন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।

কেউ কেউ বলেছেন, বিশ্বকাপে যদি ইংলিশ ফুটবলাররা ভাল খেলেন, তা হলে জয়ের উদ্‌‌যাপনে গমগম করতে পারে ওই প্রমোদতরী।

তবে শুধু ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকা নন, তাঁদের সন্তান ও পরিবারের অন্য সদস্যরাও প্রমোদতরীতে থাকতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের জন্যও একাধিক মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে। রয়েছে বাস্কেটবল, বাম্পার কার, রোলার ডিস্কো রিঙ্ক।

প্রমোদতরীতে একটি কেবিনে ডবল বেড ও বাঙ্কের ব্যবস্থা রয়েছে। সেখানে চার জন ভাল ভাবে ঘুমোতে পারবেন। ওই কেবিনে ন্যূনতম চার রাত কাটাতে হলে রাতপিছু খরচ পড়বে ৪৫ হাজার ৩২৩ টাকা।

প্রমোদতরীতে আরও বিলাসবহুল কেবিনে থাকতে হলে গুনতে হবে ২৪ হাজার ২৪৭ থেকে ৩৫ হাজার ৯০৪ টাকা। আর যদি স্যুটে কেউ থাকেন, তা হলে প্রতি রাতে খরচ পড়বে ১ লক্ষ ৭৭ হাজার ১৯০ টাকা।

তবে ওই প্রমোদতরীতে যেতে পারবেন না ফুটবলাররা। অর্থাৎ বিশ্বকাপ চলাকালীন স্ত্রী ও প্রেমিকাদের সঙ্গে থাকতে পারবেন না তাঁরা।

কাতারের রাজধানী দোহায় নোঙর করা থাকবে ওই প্রমোদতরী। ইংল্যান্ডের অধিকাংশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাই সেখানে থাকবেন।

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য এই বিলাসবহুল প্রমোদতরী এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বকাপ শুরু হলে এই প্রমোদতরীতে তাঁরা কে কী করেন, তার অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

Leave A Reply

Your email address will not be published.