The news is by your side.

বিশ্বকাপ ফাইনালের ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়বেন দীপিকা

0 119

দীপিকার গেরুয়া বিকিনিতে আগুন জ্বলছে ভারতজুড়ে। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী।

বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে আমন্ত্রিত হয়েছেন দীপিকা। ফলে ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করবেন তিনি। এর আগে অবশ্য বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছিলেন বলিউডের আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। এবার ফাইনালে ট্রফি উন্মোচন করে ইতিহাস গড়বেন দীপিকা।

‘বেশরম রং’ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে, অথচ দীপিকার মুখে উদ্বেগের রেশটুুকু নেই। খোশমেজাজে ক্যামেরাবন্দি হলেন নায়িকা। পাপারাৎজিদের সঙ্গে কথাও বললেন।

মুম্বাই বিমানবন্দরে এক আলোকচিত্রী দীপিকাকে বলেন, ‘মেসির সঙ্গে সেলফি তুলে একদম ধুম মাচিয়ে দিন ম্যাম, আপনার সঙ্গে মেসির ছবি দেখতে চাই, আমি মেসির দারুণ ভক্ত’।  একথা শুনে মিষ্টি হেসে দীপিকা বলেন, ‘বলছি গিয়ে’।

দীপিকার উদ্দেশে পাপারাৎজিদের বার্তা, ‘ম্যাডাম দুটো গানই ফাটাফাটি লেগেছে, কারেন্ট লেগেছে ম্যাম’। জবাবে মুচকি হাসেন দীপিকা পাড়ুকোন।

শাহরুখ খানের ফুটবল প্রেমও কারুর অজানা নয়। ‘পাঠান’ তারকা জানিয়েছেন ওয়েনি রুনির সঙ্গে আড্ডা দিতে দিতে আর্জেন্টিনা আর ফ্রান্সের ম্যাচ দেখবেন তিনি। বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে পাঠান ঝড় মিশে যাবে তা বলাই যায়।

‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর চার নম্বরবার রুপোলি পর্দায় একসঙ্গে শাহরুখ-দীপিকা। ‘বেশরম রং’ গানে জুটির রসায়ন নজর কেড়েছে সবার। এখন বড় পর্দায় ‘পাঠান’ দেখবার অপেক্ষা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.