The news is by your side.

বিশ্বকাপ জিতবে নেইমাররা , ক্যাহিলের ভবিষ্যদ্বাণী

আর্জেন্টিনা শেষ ষোলোতেই বাদ পড়বে!

0 130

 

 

বিশ্বকাপের ৫বারের চ্যাম্পিয়ন । ব্রাজিলকে নিয়ে প্রত্যাশা  আকাশচুম্বী। অস্ট্রেলিয়া লিজেন্ড টিম ক্যাহিলই যেমন, কাতার বিশ্বকাপের ট্রফিটা দেখছেন সেলেসাওদের হাতে।

কাতার বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি ও লিগ্যাসির সদস্য ক্যাহিল। অজিদের সাবেক তারকা বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।

তার অনুমান, ফাইনালে নেইমাররা বেলজিয়ামকে হারিয়ে শিরোপা জিতবে। আর্জেন্টিনা শেষ ষোলোতেই বাদ পড়বে। তাও আবার অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে!

১৮ ডিসেম্বরের ফাইনাল নিয়ে ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, ‘আমি বেলজিয়ামের অনেক বড় ভক্ত। তবে ব্রাজিলের কথা এলে ওরা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। ফাইনালে ওদের বিপক্ষে খেলা হলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ব্রাজিলেরই সবচেয়ে বেশি।’

নিজের দেশ অস্ট্রেলিয়াকে নিয়েও বড় কিছু ভাবছেন ৪টি বিশ্বকাপ খেলা তারকা। মনে করেন, এই টুর্নামেন্টটা হতে পারে অজিদের ইতিহাসের সেরা, ‘আমি আশা করবো অস্ট্রেলিয়া সেরাটা করে দেখাবে।

যদি মেসিকে থামাতে পারি, তাহলে শেষ ষোলোতে আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারবো।’

Leave A Reply

Your email address will not be published.