The news is by your side.

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শুরু ৫ অক্টোবর, ফাইনাল ১৯ নভেম্বর

0 180

ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি পাঁচ তারকা হোটেলে ৪৬ দিনের বিশাল এই কর্মযজ্ঞের সূচি ঘোষণা করা হয়। এ সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার থেকেই বিশ্বকাপের একশ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৩। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচও খেলা হবে সেখানেই।

১০টি আলাদা কেন্দ্রে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হবে। ৪৬ দিনের টুর্নামেন্টে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। আহমাদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লাখনৌ, মুম্বাই, পুনে ও তিরুবনন্তপুরমে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ফাইনাল ১৯ নভেম্বর আহমাদাবাদে।

 

Leave A Reply

Your email address will not be published.