ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন সিনিয়র রুশ জেনারেল ইভান পপভকে হঠাৎ বরখাস্ত করেছে রাশিয়া। তিনি যুদ্ধে রাশিয়ান সেনাদের পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এর পর তাকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।
বুধবার মধ্যরাতে টেলিগ্রামে প্রকাশিত একটি ভয়েস নোটে বরখাস্ত হওয়া ইভান পপভ নিজেই নিশ্চিত করেছেন।
ইভান পপভের দাবি, পালটা আক্রমণে পর্যাপ্ত সেনার অভাব, আর্টিলারি রিকনেসান্স স্টেশনের অনুপস্থিতি, শত্রু আর্টিলারি থেকে আমাদের সেনাদের মৃত্যু ও আহত সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন।
৫৮তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর এই কমান্ডার ইউক্রেনের দক্ষিণে জাপোরিঝিয়া অঞ্চলে ভারী যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধে প্রকাশ্য বিরোধে এমন একজন সিনিয়র রাশিয়ান অফিসারকে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন।