The news is by your side.

বিরাট কোহলি ‘পতি পরমেশ্বর’:  অনুষ্কা শর্মা

0 164

উইকেট পড়লেই উৎসব শুরু বিরাট কোহলির। হয়তো তিনি ক্যাচও নেননি। বোলারের থেকেও বেশি উৎসব করেন বিরাট। এমনটাই মত স্ত্রী যা শুনে লজ্জায় পড়ে গেলেন বিরাট।

অনুষ্কা নকল করে দেখালেন বিরাটের আগ্রাসী উৎসব পালন। বিরাট আবার অনুষ্কার ছবির সংলাপ বলে অবাক করে দিলেন স্ত্রী-কে।

এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন বিরাট এবং অনুষ্কা। সেখানেই বিভিন্ন মুহূর্ত তৈরি হল তাঁদের ঘিরে। অনুষ্কা জানান তাঁর মোবাইলে বিরাটের নম্বর রাখা আছে ‘পতি পরমেশ্বর’ নামে। মাঠে আগ্রাসী বিরাটকে নকল করেন অনুষ্কা।

লজ্জায় পড়ে যান বিরাট। অনুষ্কা বলেন, “কখনও কখনও বোলাররাও উইকেট নিয়ে ওরকম লাফায় না, যতটা বিরাট করে।” বিরাট বলেন, “মাঠে ও রকম করে ফেলি ম্যাচের মধ্যে। পরে রিপ্লে দেখে আমি নিজেই লজ্জা পাই।”

বিরাট ব্যাট করার অভিনয় করেন। পিছনে উইকেটরক্ষক অনুষ্কা। সেখান থেকে বিরাটকে ‘স্লেজ’ করেন তিনি। অনুষ্কা বলেন, “চলো চলো বিরাট, আজ তো একটু রান করে করো।” যা শুনে বিরাট হাসেন। অনুষ্কা জড়িয়ে ধরেন বিরাটকে।

পাল্টা বিরাট বলেন, “তোমার পুরো দলের অত রান নেই, যত ম্যাচ খেলেছি আমি।”

 

Leave A Reply

Your email address will not be published.