The news is by your side.

বিরসা দাশগুপ্তের ছবিতে নুসরাত ফারিয়া

0 682

কলকাতার চলচ্চিত্র নির্মাতা বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ কাজ করার কথা ছিল মিমি চক্রবর্তীর। কিন্তু রাজনীতিতে সক্রিয় হওয়ায় ছবিটি করতে পারছেন না তিনি। ছবিটিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী নুুুসরাত ফারিয়াকে।

তৃণমূল কংগ্রেসের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়বেন মিমি চক্রবর্তী। আগেই মিমি জানিয়েছিলেন, মমতা ব্যানার্জীর সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেবেন। সেই কারণেই একটু থেমে থাকতে হয়েছিল ‘বিবাহ অভিযান’-এর টিমকে। শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হল মিমিকে।

বিরসা দাশগুপ্ত বলেছেন, স্বামী-স্ত্রীর রোজকার খুঁটিনাটি সমস্যা নতুন কিছু নয়, এ নিয়ে বহু ছবিও হয়েছে। কিন্তু তা বলে কি কেউ বিয়ে করছেন না? ঠিক সেইখান থেকেই তৈরি হবে আমার ছবি। এটি একটি পারিবারিক কমার্শিয়াল ছবি। পুরো শুটিং’ই হবে কলকাতায়।

ছবিতে নুসরাত ছাড়াও আরও অভিনয় করবেন অঙ্কুশ, রুদ্রনীল, সোহিনী, প্রিয়াঙ্কা ও অনির্বাণ ভট্টাচার্যের। ২৩ মার্চ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা।

Leave A Reply

Your email address will not be published.