স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিরধীদলকে রাজনৈতিক ভাবে কোন দমন পিড়ন করছে না সরকার। বিএনপি সহ সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মসুচি পালনের সুযোগ পাচ্ছে।
রাজধানীতে আজ একাত্তরের ঘাতক দালান নির্মূল কমিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে সাংস্কৃতিক স্কোয়াডের সম্মেলন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ইতিহাসবিদ মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার ও শহিদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউকে রাজনৈতিক কর্মসুচি পালনে সরকার বাধা দিচ্ছে না। তবে রাজনৈতিক কর্মসুচিকে কেন্দ্র করে যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকে।
সম্প্রতি আইন শৃংখলা বাহিনীকে নিয়ে হিউম্যান রাইটস এর প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরণার্থী শিবিরে দায়িত্ব পালন করতে গিয়ে রোহিঙ্গাদের ওপর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নির্যাতনের তথ্য দিয়েছে সংগঠনটি তা সত্য নয় ।
তিনি বলেন, রোহিঙ্গারা সেখানে নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। পুলিশ সেসব বিষয়ে ব্যাবস্থা গ্রহন করছে।