The news is by your side.

বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে ইসরায়েলজুড়ে

0 144

ইসরায়েল ও জেরুজালেমজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, জেরুজালেমে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালিয়ে যাচ্ছে হামাস। এদিকে ইসরায়েল বাহিনীর হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৪৩৬ জন ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজারের বেশিজন।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায়, নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

গত শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার আকস্মিক রকেট হামলা চালায় হামাস। এরপর থেকে হামাস  ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। এদিকে ইসরায়েলকে সহযোগিতায় রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ বলছে, ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন মানুষ গাজায় গৃহহারা হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, বেশিরভাগই ভয়ে এবং নিরাপত্তার স্বার্থে এবং ঘরবাড়ি ধ্বংস হবে এই আশঙ্কায় ঘর ছেড়েছেন।

অফিস ফর কো-অরডিনেশন অফ হিউম্যানিট্যারিয়ান অ্যাফেয়ার্স বলছে, ৭৩ হাজার লোক স্কুলে আশ্রয় নিয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি এজেন্সির মুখপাত্র আদনান আবু হাসনা আশংকা করছেন এই সংখ্যা আরও বাড়বে।

Leave A Reply

Your email address will not be published.