The news is by your side.

বিমানবন্দরে রাতপোশাক খুলতে ভুলে গিয়েছেন মাহিরা শর্মা

0 131

অভিনেত্রী মাহিরা শর্মা। তাঁরা দু’জনেই ‘বিগ বস্‌ ১৩’-র প্রতিযোগী ছিলেন। বছর কয়েক সম্পর্কে থাকার পর তিক্ততা আসে মাঝে, তার পরই বিচ্ছেদ। এর পরই নাকি বদলে গিয়েছেন মাহিরা! কানাঘুষো শোনা যাচ্ছে, নতুন চেহারায় দেখা যাচ্ছে তাঁকে ইদানীং।

মুম্বই বিমানবন্দরে অদ্ভুত পোশাকে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। চকচকে কালো সাটিনের শার্ট ঝুলছিল তাঁর কোমর ছাপিয়ে। সেই ঢিলে শার্টের সঙ্গে পরে নিয়েছিলেন কালো হট প্যান্ট। এ কী অদ্ভুত বেশ! অভিনেত্রীর ছবি সমাজমাধ্যমে আসতেই নানা মন্তব্যের বন্যা। অনেকেই বললেন, “রাতপোশাক খুলতে ভুলে গিয়েছেন নাকি?” আবার কেউ কেউ বললেন, “কাজ দরকার, চোখে পড়তে চাইছেন।”

যদিও ক্যামেরার সামনে সপ্রতিভই ছিলেন মাহিরা। চওড়া হাসিতে ধরা দেন তিনি। তাঁকে হাসতে দেখেও নিন্দার ঝড় নেটদুনিয়ায়। অনেকেরই দাবি, নিজের ভালর জন্যই পরশের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন মাহিরা।

কিছু দিন আগেই যখন তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছিল, মুখ খুলেছিলেন পরশ। তাঁর দাবি, বিচ্ছেদের কথা তিনি নিজেই জানতেন না! মাহিরাই নাকি এ সব বলে বেরিয়েছেন। গোটা পরিস্থিতি তাঁরই হাতে। সামান্য ঝগড়াকে বড় করে তুলছেন মাহিরা কোনও এক অজ্ঞাত কারণে, এমনই বক্তব্য ছিল পরশের। তাঁর কথায়, “‘বিগ বস্‌’-এর ঘরেও তো আমাদের ঝগড়া হত। তাই বলে বিচ্ছেদ হয়ে যাবে, ভাবিনি।’’

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.