বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিন অবরোধ কর্মসূচির গতকাল বুধবার ছিল দ্বিতীয় দিন। এ দিন রাজধানীর পরিস্থিতি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটেছে।
ঢাকায় অন্তত পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাবনার ঈশ্বরদীতে ভারত থেকে আসা মৈত্রী ট্রেনে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হলে চালক দগ্ধ হয়েছেন।
গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় ছিল র্যাব-পুলিশের সতর্ক পাহারা। তারপরও মুগদা, শ্যামলী, ভাটারা, নতুনবাজার, কাফরুল ও কালশী এলাকায় পাঁচটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুগদায় সকালে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় আল আমিন নামে শ্রমিক দলের এক কর্মীকে হাতেনাতে আটক করে পুলিশ। মুগদা থানার ওসি আব্দুল মজিদ জানান, যাত্রীবেশে বাসে উঠে আল আমিনসহ দু’জন বাসে আগুন দিয়েছিল।
বিকেল ৩টায় কাফরুলে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে আগুন দেওয়া হয় ওয়েলকাম পরিবহনের একটি বাসে। সন্ধ্যা ৭টায় নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সোয়া ৮টার দিকে মিরপুর কালশীর সিরামিক রোডে পার্ক করা গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মৈত্রী ট্রেনে তিনটি পেট্রোল বোমা ও পাথর ছোড়ে দুর্বৃত্তরা। কেউ হতাহত না হলেও পাথরের আঘাতে দুটি জানালার কাচ ভেঙে যায়। ঘটনার পরপরই ট্রেনটি দ্রুত চলে যায় ঢাকা অভিমুখে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রোমেল জানান, মৈত্রী ট্রেনে হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিলে চালক মো. মোজাম্মেল দগ্ধ হন। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় প্রতিনিধি জানান, সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া সেতুর পশ্চিমে এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানার এসআই মোবারক হোসেন জানান, পটিয়া প্রান্ত থেকে কিছু যুবক এসে বাসে আগুন দেয়। তাদের চিহ্নিতের চেষ্টা চলছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দল নেতা বিল্লাল ও যুবদল নেতা রেফায়েত মারা যান। প্রতিবাদে গতকাল জেলায় বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হলেও কুলিয়ারচর ছিল থমথমে। কুলিয়ারচর ও ভৈরবে তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জেলার বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের হটিয়ে দেয়।
বরিশাল ব্যুরো জানায়, বিভাগের চার জেলা বরিশাল, বরগুনা, ভোলা ও পিরোজপুরে বিএনপি কর্মীরা নানাভাবে সড়ক অবরোধের চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় কোথাও তারা দাঁড়াতে পারেনি। বিভাগের ছয় জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল ছিল স্বাভাবিক। নৌ যোগাযোগও ছিল সচল।
এদিকে রাতে খুলনা নগরীর আড়ংঘাটায় একটি ট্রাকে দুর্বৃত্তদের ককটেল হামলায় চালক আল আমিন বাবু সামান্য দগ্ধ হন।