বিসিবি সভাপতির বাসায় আজ তামিম ইকবালের বৈঠকের পর থেকেই একটা গুঞ্জন তৈরি হয়েছিল। বিশ্বকাপের দল থেকে তামিম বাদ পড়ার পর বিসিবি সভাপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ—নিশ্চয়ই নিজের ভবিষ্যৎ নিয়েই কথা বলেছেন তামিম, এমন ভাবনাই ছিল সবার। বনানীতে আজ নিজের বাসার সামনে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতির সঙ্গে সেই আলোচনা নিয়ে কথা বলেছেন তামিম। সেখানে তিনি জানিয়েছেন, সামনের বিপিএল দিয়ে খেলায় ফিরতে চান।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার অপেক্ষা ছিল ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করবো আনুষ্ঠানিক ভাবে। আজকে যখন প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হয়, অনেক কিছু নিয়ে আলাপ করেছি। আমার কী কী সমস্যা, কী কী হয়েছে…যাই হোক খোলা মেলা আলোচনা ছিল।’
তামিম বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম বেশ কয়েকদিন, এই মিটিং তাই হয়নি। মিটিংটা হওয়ার কথা ছিল কয়েকটা দিন আগে। বিশেষ করে গতকাল হওয়ার কথা ছিল। কিন্তু নমিনেশনের কারণে আজকে শিফট করতে হয়েছে। কালকে প্রথম টেস্ট শুরু হচ্ছে। দুর্ভাগ্যবশত টাইমিংটা এমন হয়ে গেছে। আজকে মিটিংয়ের পর স্টেটমেন্ট আসা উচিত যে কোন ইমপ্যাক্ট যেন খেলায় না পড়ে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘বিশ্বকাপের পর আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার ছিল। এসব নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে খোলামেলা কথা-বার্তা হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, জানুয়ারি পর্যন্ত উনার অনেক ব্যস্ততা আছে। উনি জানুয়ারি পর্যন্ত আমাকে একটু থামতে বলেছেন। আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেট শুরু করবো। এরপর ধারণা পাবেন কি করব না করব।’