সম্প্রতি ‘লোকাল’ সিনেমার শুটিং ডাবিংসহ সম্পাদনার সমস্ত কাজ শেষ করেছেন পরিচালক সাইফ চন্দন। তারপর সিনেমাটি মুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেন। সেখানে খুব প্রশংসিত হয়েছে ‘লোকাল’। বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়।
সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘খুব সুন্দর সিনেমা বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়েও শুভেচ্ছা জানিয়েছি। এ ধরনের আরও সিনেমা নির্মাণের জন্য উৎসাহ দিয়েছি। সিনেমার প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।’
কাজী হায়াত বলেন, ‘বুবলী খুব ভালো করেছে। আদরও খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্নভাবে। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে। সাইফ চন্দনকে দোয়া করেছি।’
মিশা সওদাগর বলেন, ‘সিনেমাটি ভিন্ন মেজাজের। আমার অভিনয় জীবনের প্রথমবার এই ধরনের একটা আলাদা টোনে অভিনয় করেছি।’
বুবলী বলেন, ‘লোকাল’ আমাদের অনেক পরিশ্রমের ছবি। দিন শেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যগণ প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।’
‘লোকাল’ সিনেমার কাহিনি সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। আদর, বুবলী ও মিশা সওদাগর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাঞ্জ জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ আরও অনেকে।
বুবলী অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মাতা তপু খানের পরিচালনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। ইতোমধ্যে টিজারে বেশ আলোচনায় চলে এসেছে। সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান