নির্বাহী আদেশে আবারও বিদ্যুতের ৫ শতাংশ মূল্যবৃদ্ধিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রক্ষমতার শেষে এসে বেপরেয়া লুটপাটে মরিয়া হয়ে উঠেছে।’
মঙ্গলবার গগণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী সরকার জনগণের চরম দুর্ভোগ-দুর্দিনে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে হতাশা ও অন্ধকারে ধাবিত করছে। দুর্নীতি, লুটপাটের দায় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে।’
মহাসচিব বলেন, ‘আমি বিদ্যুতের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।’
উল্লেখ্য, গত ১৪ বছরে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানোর পর গত জানুয়ারি মাসে ১৯ দিনের ব্যবধানে ২ বার এবং সর্বশেষ মঙ্গলবার আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।