বিদ্যা সিনহা সাহা মীম। জন্মঃ ১০ নভেম্বর, ১৯৮৯। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী মিম এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে “গোল্ডেন এ প্লাস” পেয়ে পাস করেছেন তিনি। এইচএসসিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মানবিক বিভাগে “এ” পেয়েছেনে।
মিমের জন্ম রাজশাহীর বাঘা থানায় এবং তিনি বৃশ্চিক রাশির জাতিকা। তার বাড়ি রাজশাহী হলেও, তিনি বেড়ে ওঠেন ভোলাতে। তার পিতা বিরেন্দ্র নাথ সাহা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রধান এবং তার মা একজন গৃহিনী। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়। প্রজ্ঞা সিনহা সাহা মমি নামে তার একজন ছোট বোন আছে।
চলচ্চিত্র
আমার আছে জল-২০০৮
আমার প্রাণের প্রিয়া-২০০৯
আমার মন বলে তুমি আসবে-২০১১
জোনাকির আলো-২০১২
ক্যারিয়ার
হুমায়ুন আহমেদ পরিচালিত “আমার আছে জল” চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে মীম সবার নজরে আসেন। এরপর লম্বা বিরতি নিয়ে ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত “আমার প্রাণের প্রিয়া” ছবিতে। যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এর সাথে সাথে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে মীম তার পরবর্তী ছবি “জোনাকির আলো” কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।
উল্লেখযোগ্য নাটক
শেষের কবিতার পরের কবিতা
যোধা আকবর
নীল ছায়া
ঝড়ের রাত ফুলের দিন
পৌষ ফাগুনের পালা
জাদুর কাঠি
তুমি কি আমাকে বিয়ে করবে
লেখা উপন্যাস
অভিনয়ের বাইরে লেখালেখিও করেন তিনি। ২০১২ সালে বইমেলায় বেরিয়েছিল তাঁর প্রথম উপন্যাস ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। এ বছর প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় উপন্যাস ‘পূর্ণতা’।
পুরস্কার এবং সাফল্য
গত তিন বছরের মধ্যে মীম অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
মেরিল প্রথম আলো পুরস্কার
২০০৮ – জিতেছেন: অমর আছে জল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
২০০৯ – মনোনয়ন: আমার প্রানের প্রিয়ার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী।
বাচসাস পুরস্কার
২০০৮ – জিতেছেন: অমর আছে জল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ।
বাংলা চলচ্চিত্র পুরস্কার (ফেব্রুয়ারী ২০১০)
এই চলচ্চিত্র পুরস্কার এপার বাংলা এবং ওপার বাংলা নামেও পরিচিত
জিতেছেন: আমার প্রানের প্রিয়ার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার