The news is by your side.

বিদেশে অপ্রপচার হলে স্বতঃস্ফূর্তভাবে জবাব দেবেন বাংলাদেশি রাষ্ট্রদূতরা: পররাষ্ট্রমন্ত্রী

0 135

 

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ‘স্বতঃস্ফূর্তভাবে’ সব ধরনের বাংলাদেশ বিরোধী প্রচারণার জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘(বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জবাব পেতে ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। আপনারা দেশের (বাংলাদেশ) প্রতিনিধিত্ব করছেন, তাই স্বতঃস্ফূর্তভাবে জবাব দিন।’

নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার রোধে ‘সমন্বয় কমিটি’ গঠন করা হলো কি না জানতে চাইলে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনের বহু দিন বাকি। দুনিয়ার অন্যান্য দেশে নির্বাচনের আমেজ শুরু হয় ২ মাস আগে। বাংলাদেশে কী ঢং, এক বছর আগেই হইচই শুরু হয়ে যায়। আমরা নির্বাচন নিয়ে এত চিন্তিত নই। নির্বাচন নিয়ম অনুযায়ী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছ নির্বাচনের জন্য ছবিযুক্ত ভোটার তালিকা ও স্বাধীন নির্বাচন কমিশন করেছেন। নির্বাচন সময়মতো হবে, সুষ্ঠু হবে। সরকার অবাধ, স্বচ্ছ,  অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে সব দল এলে ভালো। যারা নির্বাচনে অংশ নেবে না, তারা নেবে না। আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে, তাকে ভোট দেবে। আওয়ামী লীগের স্লোগান রয়েছে ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’। আমরা এতে বিশ্বাস করি।

বিরোধী দলের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে বিদেশিদের আশ্বস্ত করার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিদেশিদের আশ্বস্ত করার দরকার নেই। আমি আমার কাজ করে গেলে, তারা (বিদেশিরা) বুঝবে। জনগণ আমার সঙ্গে থাকলে বিদেশি বা বিদেশি নন এমন মানুষের দরকার নেই।

Leave A Reply

Your email address will not be published.