The news is by your side.

বিটিভির ঈদ আনন্দ মেলা: উপস্থাপনা এবং নৃত্যে  সিয়াম- পূজা

0 156

বিনোদন ডেস্ক

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন- বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় বিশেষ আকর্ষণের জায়গাজুড়ে রয়েছে ‘আনন্দ মেলা’। বহু বছর ধরেই জনপ্রিয়তার সঙ্গে প্রচার হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠানটি।

এবারের ঈদেও চমকপ্রদ আয়োজন নিয়ে প্রস্তুত ‘আনন্দ মেলা’। তবে এবার মূল চমক থাকছে উপস্থাপনায়। কারণ এই ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তারকাদের। যারা উপস্থাপনার পাশাপাশি পরিবেশনায়ও থাকবেন।

প্রথমবারের মতো ‘আনন্দ মেলা’য় অংশ নিয়েছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরী। তারা যৌথভাবে উপস্থাপনার পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন। এছাড়া সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। সেই সঙ্গে নিজ নিজ নাচ, গান, অভিনয়েও থাকছেন তারা।

অনুষ্ঠানে হারানো দিনের গানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও থাকছে ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা, মমতাজের একক পরিবেশনা, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্য, মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক।

সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

 

Leave A Reply

Your email address will not be published.