The news is by your side.

বিজয় সেতুপতির ‘নানুম রাউডি ধান’ ১০০ বার দেখেছেন জাহ্নবী কাপুর

0 120

দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতির বড় ভক্ত বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

বিজয় সেতুপতির ব্লকবাস্টার সিনেমা ‘নানুম রাউডি ধান’ ১০০ বার দেখেছেন জাহ্নবী। বিজয়কে একবার কল করে জাহ্নবী অনুরোধ করেছিলেন, যদি তাঁর সঙ্গে অভিনয়ের কোনো সুযোগ পাওয়া যায়, তিনি অডিশন দিতে প্রস্তুত আছেন। তবে এখনো একসঙ্গে কাজ হয়নি তাঁদের।

১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিজয় সেতুপতির ‘ফার্জি’ ছবির ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ফার্জি’তে শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণী এই তারকা অভিনেতা।

আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন, রাশি খান্না, অমল পালেকর, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা। সিরিজের পর্বগুলো পরিচালনা করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকে।

Leave A Reply

Your email address will not be published.