The news is by your side.

বিজেপি আমার পরিবার ভাঙতে চেয়েছিল: মমতা

0 121

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার এক ভাই ও তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে দলে টানতে চেয়েছিল বিজেপি। তারা আমার পরিবার ভাঙতে চেয়েছিল। বিজেপিতে টানতে তাদের ভয় দেখিয়েছিল। তারা যায়নি। কারণ, দিদিকে তাঁরা মায়ের মতো ভালোবাসে। দিদি ধমকায়, চমকায় আবার স্নেহও করে।

সোমবার বিধানসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। খবর- হিন্দুস্তান টাইমসের।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে মমতার ভ্রাতৃবধূকে জড়িয়ে কুৎসা রটনা করা হচ্ছে।

মমতা বলেন, ‘একজনের স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে, তার সঙ্গে একজনের অবৈধ সম্পর্ক আছে। এটা কি ঠিক? এটা কি কোনো রাজনীতিবিদের কাজ? একজন দাঁড়িয়ে বলতে পারে, কালকে সিবিআই আমাকে গ্রেপ্তার করবে। পরশু ইডি ওর বাড়িতে যাবে? রাজ্যপাল এখন হাতের মধ্যে আসছেন। মনে হচ্ছে, তিনি যেন সিবিআই-এর চেয়ারম্যান। ইডির চেয়ারম্যান। বিজেপির তো কোটি কোটি টাকা। সেই টাকা তো ইডি ধরবে না। আপনার বাড়িতে একটা সোনার হার থাকলেও আগে আপনাকে কোর্টে গিয়ে অপমানিত করবে। পরে মামলায় যা বেরবে, বেরবে। আগে তো অপমান করে নিই। আগে তো চরিত্রহরণ করি। এটা ওদের কাজ।’

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছেলেমেয়েরা বড় হলে সংসার বড় হয়। আমরা ছয় ভাই-বোন। কোভিডে আমার এক ভাই ও আরেক ভাইয়ের স্ত্রী মারা গিয়েছেন। আমরা এখন তিন ভাই, দুই বোন। সংসার বড় হয়েছে। আমি আমার মতো থাকি। ভাইফোঁটা বা অন্য পারিবারিক অনুষ্ঠানে শুধু আমার ভাই-বোনেরা নয়, আরও অনেকে আসে। কারণ, আমার পরিবার সবার পরিবার।’

প্রসঙ্গত, সম্প্রতি বালিগঞ্জে ধাবা ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করেছে ইডি। ইডির দাবি, সেই ব্যবসায়ীর কয়লাপাচার কাণ্ডে জড়িত। এরপরে ওই ব্যবসায়ী মনজিৎ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১২ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর সম্পর্ক নিয়ে বিতর্কিত টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সব বিতর্কের মধ্যেই মমতা মুখ খুললেন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.