The news is by your side.

বিজয় ভার্মার সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন তামান্না ভাটিয়া

0 130

প্রকাশ্যে এল বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার গোপন প্রেম। ৪১ বছর বয়সী অভিনেত্রী তামান্নার লাভ-লাইফের বিষয়ে জানতে অনেকদিন ধরেই কৌতুহলী ভক্তরা।

কার সঙ্গে ডেটিং করেন তিনি সেই নিয়েও কৌতুহল সবার।

তবে এবার গুঞ্জন অবসান ঘটেছে। ডার্লিংস খ্যাত বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন তামান্না। সূত্র বলছে, বর্তমানে তাঁরা গোয়ায় রয়েছেন।

সেখান থেকেই সম্প্রতি তামান্না-বিজয়ের একটি চুম্বন ভিডিও সামনে এসেছে। নতুন বছর উদযাপনে গোয়াতে আয়োজিত একটি জমকালো পার্টিতে তাঁদের চুম্বন করতে দেখা যায়। সেই ভিডিও ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে।

বিজয়কে একটি সাদা শার্ট-প্যান্টে দারুণ দেখাচ্ছিল এবং তামান্নাকে একটি গরম গোলাপী রঙের পোশাকে ব্যপক সেক্সি দেখাচ্ছিল। যদিও ভক্তদের ধারণা তাঁদের ডেটিং চলছে, কিন্তু অভিনেত্রীর থেকে এই গুজবের কোনও জবাব আসেনি। তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা লাস্ট স্টোরিজ টু-এর একসঙ্গে অভিনয় করছেন।

শুটিংয়ের সময়েই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তামান্না এবং বিজয়কে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছিল। ২১ ডিসেম্বর অভিনেত্রীর জন্মদিনে বিজয়কে তামান্নার বাড়িতেও দেখা গিয়েছিল।

লাস্ট স্টোরিজ টু, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ লাস্ট স্টোরিজের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিজন, এটির মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, তারকা-খচিত সিরিজটি ২০২৩ সালের মার্চে মুক্তি পাবে।

তামান্না ভাটিয়াকে পরবর্তীতে দেখা যাবে, বহুল প্রত্যাশিত ভোলা শঙ্কর-এ। যেখানে তিনি চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করবেন। যেটি আগামী ১৪ এপ্রিল পর্দায় মুক্তি পাবে। এছাড়াও তামান্না মালয়ালম সিনেমা বান্দ্রাতেও অভিনয় করছেন। এছাড়া বিজয় ভার্মাকে পরবর্তী ওয়েব সিরিজ মির্জাপুর থ্রি-তেও দেখা যাবে।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.