The news is by your side.

বিচ্ছেদ চাইছেন ভিকি কৌশল? অনস্ক্রিন রসায়ন কেন জমছে না!

0 128

মুক্তি পেল সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ‘জারা হটকে জারা বাচকে’ ছবির ট্রেলর।

পারিবারিক ছবিটি একটি সুখী দম্পতির যাঁরা শেষে হাঁটবেন বিচ্ছেদের পথেই।

ছবির প্রচারে অটো চড়ে মুম্বইয়ের রাস্তায় ‘নবদম্পতি’। হলুদ শাড়িতে সারা আলি খান। গরম থেকে রেহাই পেতে হাতে নিয়েছেন পোর্টএবল পাখা। ডেনিম জিন্স ও জ্যাকেট, চোখে অ্যাভিয়েটর পড়ে সারার অটো সওয়ারিতে ভিকিও। দু’জনে বেশ খোশ মেজাজেই ধরা দিলেন ছবির ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে। দুজনে নাচ করলেন হাতে হাত রেখে।

নতুন জুটির এই প্রচার ধরন বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। সকলেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন কমেন্ট বক্স। বাঁকা মন্তব্য করতেও ছাড়েননি সমালোচকে। কেউ বলছেন দু’জনের অভিনয় খুবই ভাল। তবে জুটি হিসেবে তাঁরা কতটা ম্যাজিক দেখাতে পারবেন সেই নিয়ে দ্বিধায় অনেকেই।

‘মিমি’ পরিচালক লক্ষ উটেকার এই ছবির চিত্রনাট্য বুনেছেন। ট্রেলরে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভয়েস ওভার স্পষ্ট। তবে ছবিতে তিনি থাকছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ছবি মুক্তি পাবে ২ জুন।

 

Leave A Reply

Your email address will not be published.