The news is by your side.

বিচারকাজ দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে : প্রধান বিচারপতি

0 116

 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবিবার (৮ এপ্রিল) ফরিদপুর সফর করেছেন। এ উপলক্ষে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ও জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে স‌মি‌তির নিজস্ব ভবনে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বিচারপতি র‌বিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ১০টায় সড়কপথে ঢাকা থে‌কে ফরিদপুর সার্কিট হাউসে আসেন।

এ অনুষ্ঠা‌নে অন্যদের মধ্যে ফরিদপুর উপস্থিত ছিলেন জেলা জজ  আকবর আলী শেখ, স্পেশাল জেলা জজ মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা জজ (১) অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা জজ (২) শিয়াবুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট জা‌হিদ ব্যাপারী প্রমুখ।

প্রধান বিচারপতি বলেন, বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। বিচারব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয়, তাহলে আইনজীবীরা হবে বাম হাত। বিচারকাজ দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হবে।

তিনি আরো বলেন, ফরিদপুর আদালতে গত বছর যে পরিমাণ মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। যা  ইতিমধ্যে অনেক জেলায় শুরু হয়েছে।

তি‌নি ব‌লেন,  দেশ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি ফরিদপুর বার ভবনের উন্নয়ন ও জজকোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্টের মা‌ঝে যোগাযোগের জন্য ওভারব্রিজ নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

 

এর আগে প্রধান বিচারপ‌তি ফ‌রিদপু‌রে কর্মরত বিচারবিভাগীয় কর্মকর্তা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে জেলা জজ  আকবর আলী শেখের সভাপতিত্বে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় প্রধান বিচারপতি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে বিচারকার্য পরিচালনা ও মামলার জট কমানোর ওপর তাগিদ দেন। পরে তিনি আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায় কুঞ্জ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষ রোপণ করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.