The news is by your side.

বিকিনি টু শাড়ি, ন্যুড লিপস্টিকে  ঋতাভরী চক্রবর্তী

0 122

মিষ্টি নায়িকা ঋতাভরী। বরাবরই নিজের ফিগার নিয়ে সচেতন তিনি। তাই বিকিন হোক কিংবা শাড়ি সবতেই নজরকাড়া ঋতাভরী।

হলুদ বিকিনির সঙ্গে টাই ডাই স্রাগ, চোখে রোদচশমায় মোহময়ী ঋতাভরী চক্রবর্তী।

সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করেছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর শুরুটা হয়েছিল টেলিভিশনে ‘ওগো বধূ সন্দুরী’ ধারাবাহিকের হাত ধরে। তারপর টলিউড বলিউড দুজায়গায় কাজ করছেন তিনি।

স্মোকি আই খোলা চুল ব্রাউন ট্রেঞ্চ কোর্ট মোহময়ী ঋতাভরী।

চলতি বছরের দুটো সার্জারির সম্মুখীন হন ঋতাভরী। তারপর থেকেই ওজন বৃদ্ধি পায় ঋতাভরীর। তবে সেটা নিয়ে ভাবিত নন অভিনেত্রী। বেনারসী শাড়ি ভারী গয়না টিপে একেবারে লক্ষ্মীমন্ত অভিনেত্রী।

ব্ল্যাক ড্রেস মেসি হেয়ার ন্যুড লিপস্টিকে ব্ল্যাক বিউ়টি ঋতাভরী।

Leave A Reply

Your email address will not be published.