বছর শেষে মা অমৃতা সিংয়ের হাত ধরে ইংল্যান্ডে পাড়ি দিলেন সারা আলি খান। সঙ্গে গিয়েছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট স্যাঙ্কি ইভরাস। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবিও শেয়ার করেছিলেন সারা। কখনও মায়ের হাত ধরে পোজ দিয়েছেন তিনি। কখনও আবার উষ্ণ অবতারে ধরা দিলেন।
প্রকৃতির কাছাকাছি গিয়েও বেশ কিছু ছবি তুলেছেন সারা আলি খান। ফ্যানেরাও তাঁকে বিন্দাস অবতারে দেখে খুশি। অভিনেত্রী কিন্তু পুরোপুরি ছুটির ফাঁদে পা দিয়েছেন। কখনও কাছের মানুষদের সঙ্গে নিয়ে ব্রিটেনে ঘুরে বেড়িয়েছেন।
কখনও আবার সুইমিং পুলের নীল জলে গা ভাসিয়েছেন। কখনও মজেছেন খানাপিনায়। ইংলিশ ব্রেকফাস্টের ছবি দেখাতেও কিন্তু ভোলেননি সারা। প্রতিটি সোশাল মিডিয়া পোস্টার মাধ্যমে সারা বুঝিয়ে দিয়েছেন, একেবারে অবসর যাপনের মেজাজে আছেন তিনি।
সারা আলি খান বরাবরই ঘুরতে ভালোবাসেন। বলিউডের জনপ্রিয় এই নায়িকা কখনও সমুদ্রের তীরে যান। কখনও পাহাড়ে বেড়াতে যান।
কিছুদিন আগেই মালদ্বীপে গিয়েছিলেন সারা আলি খান। সি বিচে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও আপলোড করেছিলেন তিনি।
গোয়া থেকে বারাণসী, প্রিয় সবই গোয়াও সইফ কন্যার খুব পছন্দের জায়গা। সেখানেও মাঝেমধ্যেই যান তিনি।