The news is by your side.

বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ শতাংশ: ইসি

0 141

 

নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, বিকাল ৩টা পর্যন্ত অর্থাৎ ভোট শুরুর সাত ঘণ্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংজে ২৯, রজশাহীতে ২৬, রংপুর এবং বরিশাল বিভাগে  ভোট পড়েছ ৩১ শতাংশ।

রোববার বিকেল সোয়া তিনটায় রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে ৭টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে বলে জানান সচিব।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৫ জনকে জাল ভোট অথবা জাল ভোটে সহায়তা করায় বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছে।

ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফাটানো হয়েছে। এ তথ্যগুলো আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি।

দুজন সহকারী প্রিজাইডিং অফিসার অসুস্থতাজনিত কারণে মারা গেছে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে একজন গতকাল রাতে দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যজন জামালপুরের দায়িত্বে ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.