বিএনপি ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেনি না, তারা নাকি সরকার পতন করবে! : ওবায়দুল কাদের
‘ছাত্রলীগ আমাদের নীল শৈশবের ভালোবাসা, ছাত্রলীগ আমাদের সবুজ কৈশোরের উচ্ছ্বাস, ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম, ছাত্রলীগ আমাদের বার্ধক্যের বিশ্বাস।’
বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল বুধবার থেকে সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারায় থাকবে নেতাকর্মীরা।
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি আওয়ামী নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, বাস্তবে হয় মহাসমাবেশ। বিএনপির ৮টা সমাবেশ একত্র করলে আওয়ামী লীগের এক চট্টগ্রামের সমাবেশ।’
তিনি বলেন, ‘১০ ডিসেম্বর নাকি বিএনপি সরকার পতন করবে। ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে।’
তিনি আরও বলেন, ‘খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাস প্রস্তুত হয়ে যান।’
কাদের বলেন, রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন।
ছাত্রলীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ খুব বড় গলায় বলে, আমি অমুক ভাইকে মেনটেইন করি। তমুক ভাইকে মেনটেইন করি। ভাইকে মেনটেইন করতে হবে কেন? মেনটেইন করবে বঙ্গবন্ধুর আদর্শ, মেনটেইন করবে শেখ হাসিনার সততা সাহসকে, মেনটেইন করবে সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশকে।
তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘ছাত্রলীগ আমাদের নীল শৈশবের ভালোবাসা, ছাত্রলীগ আমাদের সবুজ কৈশোরের উচ্ছ্বাস, ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম, ছাত্রলীগ আমাদের বার্ধক্যের বিশ্বাস।’