The news is by your side.

বিএনপি ভোট চায়, তবে তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: মির্জা ফখরুল

0 117

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে। একদিকে গরীব মানুষ আরও গরীব হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতারা ফুলে-ফেঁপে বড়লোক হচ্ছে।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আজ শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ভোট চায়, তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবেই, এটা তাদের স্বভাব। আওয়ামী লীগের স্লোগান হলো- আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’

তিনি বলেন, সব দলকে নিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করা হয়েছে সেই আন্দোলনে জয়লাভ করলে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে। সেই জাতীয় সরকারে সব দলের নেতারা প্রতিনিধিত্ব করবেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.