The news is by your side.

বিএনপি নির্বাচনে এলে আমরা আলোচনা করবো : ইসি রাশেদা

0 141

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে অবশ্যই তাদের সুযোগ রয়েছে। আমার জানামতে আগেও ওনারা একটু পরেই এসেছিলেন এবং সুযোগ পেয়েছিলেন। অংশ নিতে চাইলে কীভাবে কী করা যাবে, নিশ্চয় আমরা আলোচনা করবো। আইন-কানুন দেখবো, এরপর যে সিদ্ধান্ত হয়।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘বিএনপি আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করব। ওনারা আসতে চেয়েছেন, আমরা ফিরায়ে দেব, এটা হবে না।’

রাশেদা সুলতানা বলেন, ‘তারা যদি এই তফিসলের মধ্যেই আসে, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নেই।

যদি সময়  বাড়ানোর প্রয়োজন হয়, আমরা বাড়াবো।’

জাতীয় পার্টি (জাপা) তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, ‘এই বিষয়টাতে আমরা কিছুই বলব না। অগ্রীম বলার সময় এখনো আসেনি।

যখন আসবে, যেটা হবে সেটাই বলব।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখেন। আসেন, নির্বাচন করেন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাদের যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন। নিশ্চয় আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করব।’

 

 

Leave A Reply

Your email address will not be published.