The news is by your side.

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব : ইসি আলমগীর

0 182

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন রাজনৈতিক মামলা না দেওয়া এবং পুরনো মামলায় গ্রেফতার না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘তফসিল ঘোষণার পর পুরনো মামলায় কাউকে গ্রেফতার করা হলে হস্তক্ষেপ করবে ইসি।

বিএনপির নির্বাচনে না আসা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে কোনো টেনশন নেই। আপনারা কি কখনো আমাদের টেনশনে দেখেছেন? আমরা ফুললি কনফিডেন্ট, নির্বাচন হবে। এটা ঠিক আপনারা দেখেন কোনো নির্বাচনেই সব রাজনৈতিক দল আসে না। আপনারা ইতিহাসে দেখেন, ৭০ এর নির্বাচনেও সব দল নির্বাচনে আসে নাই। ৪৪টা দল তো নির্বাচনে আসবে আবার কোনো দল নাও আসতে পারে’।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব। উনাদের দাবি যাদের কাছে আছে সেটা তাদের কাছে আছে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই সব রাজনৈতিক দল আসুক। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। এ পর্যন্ত সব ভোট সুষ্ঠু করে আসছি সামনেও ভোট সুষ্ঠু করব ইনশাআল্লাহ।

সংলাপের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি’।

Leave A Reply

Your email address will not be published.