বিএনপির ৫২ জোট , ৫৪ জোট দিয়ে কাজ হবে না, খেলা হবে: শামীম ওসমান
বিএনপির স্ট্যান্ডিং কমিটির ১০ জনের ৯ জনই নির্বাচনে আসতে চায়
বিএনপির স্ট্যান্ডিং কমিটির ১০ জনের মধ্যে নয়জনই নির্বাচনে আসতে চায়। এই বিষয়টা আমি বুঝি, হয়তো তারা সাহস করে বলতে পারে না।
সোমবার বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালীন আদালতপাড়ায় এসে সাংবাদিকদের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সামনে নির্বাচনী খেলা হবে। এতে জনগণ আমাদের পক্ষে রায় দিবে বলে আমার বিশ্বাস। ৫৪ জোট, ৫২ জোট দিয়ে কাজ হবে না।’
তিনি বলেন, ‘তারেক রহমান বিদেশে থেকে ব্যক্তিস্বার্থে বিএনপির বহু নেতাকর্মীর জীবন ধ্বংস করছে। কারণ, তার টার্গেট এই নির্বাচন না, সে অরাজকতা সৃষ্টি করে যেকোনো ভাবে দেশে ফিরতে চায়।’
সুইডেনে কোরআন পোড়ানোর প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আবু লাহাবের দুটি হাত যেমন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এই কোরআন পোড়ানোর ঘটনাতেও যারা যুক্ত ছিলেন তাদের বিচার আল্লাহ করবেন।’
এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু প্রমুখ।