রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার বিএনপির সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এ নিয়ে নাশকতার কোনো তথ্য নেই বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতীতের মতো এবারও দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করছে, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। গোয়েন্দারা এ নিয়ে কাজ করছেন।’
নির্বাচনের তপশিল ঘোষণার আগেই কমিশন তাদের আঞ্চলিক অফিসগুলোর নিরাপত্তা চেয়ে যে চিঠি দিয়েছে– এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন তারা। জেলা-উপজেলায় নির্বাচনী কার্যালয়গুলোতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।