The news is by your side.

বিএনপির পদযাত্রা: মিরপুরে বিএনপি-ছাত্রলীগ ‍সংঘর্ষ

0 149

 

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রায় মিরপুরে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষ,  ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১১টা ৫৫ মিনিটে পদযাত্রাটি মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ অতিক্রম করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে রাজধানীর গাবতলী থেকে বাংলা কলেজের সামনে আসলে তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিএনপির বিক্ষুব্ধে কিছু কর্মী তখন একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল পিটিয়ে ভেঙে এতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়।

পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এলে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, সরকারি বাঙলা কলেজের সামনে একটু সমস্যা হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

মিরপুর বাঙলা কলেজের সামনে হওয়া সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট রুট (পথ) দিয়ে পদযাত্রা করছেন।

 

Leave A Reply

Your email address will not be published.