The news is by your side.

বিএনপির চতুর্থ দফা অবরোধে রাজধানীতে বাসে আগুন

0 141

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে দুই বাসে আগুন দেয়া হয়েছে।

রোববার পুরান ঢাকার সুত্রাপুর ও মিরপুর-১০ নম্বরে এ আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টা ৮ মিনিটে সুত্রাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মিরপুর-১০ নম্বরে দুপুর ১টা ১৫ মিনিটে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী রোববার থেকে চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো।

এদিকে অবরোধ শুরুর আগে গতকাল শনিবার রাতে ১০ ঘণ্টায় দুর্বৃত্তরা ৮টি বাসে আগুন দেয় বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া একটি পিকআপভ্যানেও আগুন দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.