The news is by your side.

বাল্যবন্ধু পাকিস্তান প্রেসিডেন্ট আলভিকে ক্ষমা চাইতে বললেন সালমান এফ রহমান

0 110

 

দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মদিনায় বাল্যবন্ধু পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে সাক্ষাতের সময় ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলেন বলে তিনি জানান।

সোমবার এক টুইটে সালমান এফ রহমান বলেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে মসজিদে নববীতে একটি আনন্দঘন সাক্ষাৎ হয়েছে। আমার ১২ বছর বয়সে আমাদের শেষ দেখা হয়েছিল। এই সাক্ষাতে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি তাঁকে বলেছি, দুই দেশের সম্পর্কের উন্নতি করতে ১৯৭১ সালে যা ঘটেছিল তার জন্য পাকিস্তানের পক্ষ থেকে একটা ক্ষমা প্রার্থনার প্রয়োজন আমাদের। আমরা পবিত্র নগরীতে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেছি।’

টুইটের সঙ্গে সালমান মদিনায় তোলা তিনজনের একটি ছবি যুক্ত করেন। ছবির তৃতীয় ব্যক্তিটি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মদিনায় তোলা দুটি ছবি যুক্ত করে টুইটে আরিফ আলভি বলেন, ‘‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তাঁর মক্কা, মিনা ও মদিনায় ‘ভালো আলাপ’ হয়েছে।’ টুইটে সালমান এফ রহমানকে বাল্যবন্ধু হিসেবে অভিহিত করে আরিফ আলভি বলেন, দুই বন্ধুর এই সাক্ষাৎ হয়েছে ৬০ বছর পর।

Leave A Reply

Your email address will not be published.