The news is by your side.

বারবার প্রতারণার শিকার হয়েছি : শ্রদ্ধা কাপুর

0 139

‘তু ঝুথি মে মক্কার’ সিনেমাটি দিয়ে বেশ আলোচনায় আছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমাটিতে রণবীর-শ্রদ্ধার অভিনয় প্রশংসিত হচ্ছে সিনেপ্রেমীদের কাছে। তবে এরইমাঝে নিজের ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করে শিরোনামে এলেন এই অভিনেত্রী। সম্পর্ক নিয়ে প্রতারণার বিষয়ে মুখ খুললেন তিনি।

শ্রদ্ধা বলেন, ‘আমি মনে করি বেশিরভাগ মানুষই জীবনে একবার হলেও প্রতারণার শিকার হয়েছেন। আমিও এর বাইরে নই। বারবার প্রতারণার শিকার হয়েছি। তবে চেষ্টা করেছি সেই সময়গুলোকে নিজের মতো করে মানিয়ে নেওয়ার। আসলে এমন পরিস্থিতি মোকাবেলার একমাত্র উপায় হলো তাদের ছেড়ে যাওয়া এবং সম্পর্কের ইতি টানা।’

এছাড়া বর্তমান সময়ের প্রেম নিয়ে তিনি আরও বলেন, ‘এখনকার ছেলেমেয়েদের প্রেমের সম্পর্ক আমার পক্ষে বোঝা সত্যি কঠিন। আমরা চিরন্তন প্রেমের যে কথাগুলো শুনে বড় হয়েছি সেটা এখন দেখা যায় না। তবে আমি একজন আশাবাদী মানুষ এবং রূপকথায় বিশ্বাস রাখতে চাই।’ শ্রদ্ধার এমন কথায় অনেকেই তার সাবেক প্রেমিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য শুরু করেছেন। আদিত্য রায় কাপুর এবং রোহন শ্রেষ্ঠাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন শ্রদ্ধা ভক্তরা।

বলিউডে দীর্ঘদিন আলোচনায় ছিল আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধার প্রেমের গুঞ্জন। সে সময় মুখে কেউ শিকার না করলেও শোনা যায় তাদের বিচ্ছেদের কথা। অন্যদিকে  সেলিব্রেটি ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার ডেটিংয়ের খবরও দারুণ রসদ জোগায় নেটদুনিয়ায়। এই জুটি নিজেদের পারিবারিক বন্ধু দাবি করলেও দীর্ঘ চার বছর পর তাদের সেই সম্পর্কও ভেঙে যায় গতবছর। তবে এতদিন নিজের প্রেম নিয়ে মুখ না খুললেও শ্রদ্ধার এবারের মন্তব্যে রীতিমতো দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছেন নেটিজেনরা।

 

 

Leave A Reply

Your email address will not be published.