The news is by your side.

‘বাবা তোমাকে অনেক মিস করছে’

0 139

 

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এ কারণে সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে পৃথক করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেল সামাজিকমাধ্যমে রাজের দেওয়া একটি পোস্টে।

মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুকে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেছেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বা কে একশ কোটি চুমু দিও।’

কয়েক দিন ধরে রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। এতে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। তার বাবার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলের নেটিজেনরা। তার একদিন পরই মাঝরাতে এ নায়ক জানালেন সন্তানকে মিস করছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.