The news is by your side.

বাবর আজম জানেই না কিভাবে নেতৃত্ব দিতে হয়  : কামরান আকমল

0 108

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের পেছনে লেগেছে দেশটির সাবেক ক্রিকেটারদের একাংশ। সেই দলে এবার  যোগ দিলেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পাকিস্তান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিউইরা ২-২ ফলে সিরিজ ড্র করে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ শেষে নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণে বাবরকে তুলাধোনা করে ছাড়েন কামরান, ‘তাদের ভুলের কথা বললে তারা কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলে এবং আমরা সমালোচনা করছি বলে অভিযোগ তোলে। কিন্তু আমাদের মনোযোগ তো তার নেতৃত্বে, পারফরম্যান্সে নয়। তাদের প্রতি আমরা অন্ধ নই!’

কামরান আরও বলেন, ‘চার বছর দায়িত্বে থেকেও সে (বাবর আজম) জানে না কিভাবে অধিনায়কত্ব করতে হয়! এমনকি সে এটাও জানে না যে কোন সময়ে কোন বোলারকে আক্রমণে আনতে হয়।

ক্রিজে দুই ব্যাটসম্যানই যখন বাঁহাতি, তখন ইফতিখার আহমেদকে বোলিংয়ে আনাই হতো যৌক্তিক। কিন্তু আমরা দেখলাম, লেগ স্পিনার শাদাব খানকে বোলিংয়ে আনা হলো এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাকে তুলাধোনা করে ছাড়ল। একই ভুল বারবার করে তারা ম্যাচ হেরে যাচ্ছে, এটা মোটেও বিস্ময়কর নয়।’

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.