The news is by your side.

বানসালির ডাকে সাড়া দিয়ে আবারও বলিউডে নয়নতারা

0 153

দক্ষিণী সিনেমায় রজনীকান্ত, কমল হাসন, না গার্জুনের মত সুপারস্টারদের পাশে একমাত্র নয়নতারাই লেডি সুপারস্টারের তকমা অর্জন করেছেন। সম্প্রতি বলিউডেও অভিষেক হেয়েছে তার। তাও আবার প্রথম সিনেমাতেই কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। তবে শোনা গিয়েছিল, ‘জাওয়ান’-এর পরে বলিউডে নাকি আর কোনও সিনেমায় কাজই করতে চান না অভিনেত্রী। তবে খুশির খবর জানা গেলো অভিমান নাকি ভাঙতে চলেছে নয়নতারার। সঞ্জয়লীলা বানসালির ডাকে সাড়া দিয়ে আবারও বলিউডে ফিরতে চলেছেন তিনি।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে সঞ্জয়লীলা বানসালির ‘বৈজু বাওরা’  সিনেমার কাজ। এ সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নয়নতারার কথা ভাবছেন বানসালি।

জানা যায় সিনেমা প্রসঙ্গে নাকি আলোচনাও সেরে ফেলেছেন বানসালি ও নয়নতারা। চলতি বছরের মার্চেই নাকি সিনেমা নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন দক্ষিণী লেডি সুপারস্টার। এখন শুধু চুক্তি সই করার পালা।

তবে বানসালির ছবির জন্য নয়নতারা সম্মতি দিলে আরও একবার বলিউডে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন নয়নতারা। অভিনেত্রী সেই সুযোগের সদ্ব্যবহার করবেন কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত শাহরুখ-নয়নতারার সিনেমা ‘জাওয়ান’। সিনেমায় শাহরুখ ও নয়নতারার রসায়নও পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু এ সিনেমার পরেই পরিচালকের উপর বেশ চটেছিলেন দক্ষিণী এ নায়িকা।

Leave A Reply

Your email address will not be published.