The news is by your side.

‘বাজরাঙ্গি ভাইজান ২’, কারিনার বদলে পূজা হেগড়ে!

0 156

মুক্তির অপেক্ষায়-  সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘কিসি কা ভাই, কিসি কা জান’। সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। তবে এরইমধ্যে তীব্র গুঞ্জন উঠেছে যে সালমান খানের আগামী চলচ্চিত্র ‘পবন পুত্র ভাইজান’তে কারিনা কাপুরের বদলে পূজাকে নিতে চলেছেন বলিউড ভাইজান!

২০১৫ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বাজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়াল ‘পবন পুত্র ভাইজান’-এ পূজাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কবির খানের পরিচালনায় ‘বাজরঙ্গি ভাইজান’-এ সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর।

পবন পুত্রতে পূজা কারিনা কাপুরের বদলে অভিনয় করবেন নাকি অন্য কোনো চরিত্রে অভিনয় করবেন, সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান ‘পবন পুত্র ভাইজান’-এ কারিনা কাপুরের জায়গায় পূজা হেগড়েকে নিয়ে আসছেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

২০২১ সালে নিজের জন্মদিনে সালমান খান ঘোষণা দিয়েছিলেন যে তিনি বাজরাঙ্গি ভাইজানের সিক্যুয়েল আনবেন। সিনিয়র লেখক বিজয়েন্দ্র প্রসাদ এর আগে ইটাইমসকে নিশ্চিত করেছেন যে সিনেমাটির নাম হবে ‘পবন পুত্র ভাইজান’। তিনি বলেছিলেন যে তিনি সিক্যুয়ালের ধারণা নিয়ে সালমানের সাথে যোগাযোগ করেছিলেন এবং অভিনেতা সেটি গ্রহণ করেন। এখন স্কিপ্ট লেখার কাজ চলছে।

২০১৫ সালে মুক্তি পায় সালমান খানের ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘বাজরাঙ্গি ভাইজান’। সিনেমাটি ওই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ছিল। বিশ্বব্যাপী ৪৪৫ কোটি রুপি আয় করে নেয় এটি। মন জয় করে দর্শক থেকে সমালোচকদের।

 

 

Leave A Reply

Your email address will not be published.