তসলিমা নাসরিন
বাংলাদেশ বাংলা নববর্ষ উদযাপন করে চৈত্র সংক্রান্তিতে। পশ্চিমবঙ্গ করে পয়লা বৈশাখে। কী দরকার ছিল এই পার্থক্যের?
কিছু ব্যাতিক্রম ছাড়া বাঙালি মুসলমানের পূর্বনারীপুরুষ ছিল বাঙালি হিন্দু। সে কারণেই বাঙালি মুসলমানের সংস্কৃতি মেলে বাঙালি হিন্দুর সংস্কৃতির সঙ্গে। কিন্তু বাঙালি মুসলমান আরবের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি ভেবে আঁকড়ে ধরে আছে বহুকাল।
নিজের পরিচয় নিয়ে যে গৌরব না করতে পারে, সে নিশ্চিতই দুর্ভাগা। বাঙালি মুসলমান ক্রমশ নিজেদের শেকড়হীন অবয়বহীন একটি জাতিতে পরিণত করেছে।