The news is by your side.

বাইডেন ৮৬ বছর পর্যন্ত বাঁচবেন বলে মনে হয় না: নিকি হ্যালি

0 102

২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারাভিযান শুরু করেছেন জো বাইডেন।

নির্বাচনে জয়ী হলে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।

বাইডেন সম্ভবত আগামী পাঁচ বছরের বেশি বাঁচবেন না! এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি।

বিপক্ষ ডেমোক্রেটিক দলের ৮০ বছর বয়সি বাইডেনের বয়স নিয়ে গত বুধবার প্রকাশ্যেই এ মন্তব্য করেন ৫১ বছর বয়সি নিকি।

আগামী বছরের নির্বাচনে বাইডেন জয়ী হলে দ্বিতীয় মেয়াদ পূরণের আগেই বয়সজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন নিকি হ্যালি।

এ ক্ষেত্রে পরবর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে উল্লেখ করেন নিকি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকি বলেন, বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এতে করে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, বাইডেনকে ভোট দেওয়া মানে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা। কেননা বাইডেন ৮৬ বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে আমার মনে হয় না।

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকির এ মন্তব্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি এন্ড্রু বেটস বলেন, আপনারা জানেন যে ওয়াইট হাউস থেকে নির্বাচনি ক্যাম্পেইন সম্পর্কে সরাসরি মন্তব্য করা হয় না। কিন্তু সত্যি বলতে, নিকি যে মনোনয়নপ্রত্যাশী, সেটি আমি ভুলেই গিয়েছিলাম।

Leave A Reply

Your email address will not be published.