The news is by your side.

বাইডেনের নির্দেশে মার্কিন আকাশে ‘রহস্যময় বস্তু’ ভূপাতিত

0 111

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আকাশে একটি রহস্যজনক ‘অজ্ঞাত বস্তুকে’ গুলি করে করে ধ্বংস করেছে মার্কিন যুদ্ধবিমান। আকৃতিতে একটি ছোট গাড়ির সমান এবং বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

গত সপ্তাহেই একটি বিশালাকৃতির চীনা নজরদারি বা গোয়েন্দা বিমান নিয়ে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে। ওই বেলুনটিকে আবহাওয়া ও গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছিল, তবে প্রতিকূল আবহাওয়ায় কক্ষপথ বিচ্যুত হয়ে পড়ে। তবে এটিকে হুমকি হিসেবে বিবেচনা করে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী।

এর মধ্যেই আবারও একটি বস্তু শনাক্তের দাবি করে ধ্বংস করা হলো। এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি বলেন, ‘অজানা বস্তুটি একটি ছোট গাড়ির আকৃতির। তবে এটি কোথা থেকে আসলো এবং এর কাজ কী তা এখনও অস্পষ্ট মার্কিন প্রশাসন।’

সাংবাদিকদের আরও জানান, ‘ভূপাতিত করার আগে যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় যে এর ভেতরে কোনও মানুষ ছিল না। রহস্যজনক বস্তুটি গুলি করার আগে আমাদের কয়েকটি যুদ্ধবিমান এর আশপাশ দিয়ে উড়ে যায়।’

আলাস্কার আকাশে উড়তে থাকা অজানা বস্তুটি ধ্বংস করার ঘটনাকে ‘সফলতা’ বলে চিহ্নিত করেছেন জন কিরবি।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডার নিশ্চিত করে বলেন, একটি এফ-২২ যুদ্ধবিমান দিয়ে সাইডওয়াইন্ডার দিয়ে গুলি করা হয়।

Leave A Reply

Your email address will not be published.