The news is by your side.

বাংলা ছবিতে কাজ করতে চান দক্ষিণী অভিনেতা রাম চরণ!

0 136

বাংলা ইন্ডাস্ট্রির বেহাল দশা। হাতেগোনা ছবি হিট। প্রতি সপ্তাহেই প্রায় মুক্তি পাচ্ছে ছবি। কিন্তু সাফল্য? তা আসছে কই! টলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরাও এখন বম্বেমুখী। সাম্প্রতিক উদাহরণ– যশ দাশগুপ্ত। টি-সিরিজ প্রযোজিত ছবি ‘ইয়ারিয়ান ২’-এ কাজ করতে চলেছেন যশ। শুধু কি যশ? মিমি চক্রবর্তীও আলি ফয়জলের সঙ্গে অভিনয় করতে চলেছেন হিন্দি ওয়েব সিরিজে। শোনা যাচ্ছে নুসরত জাহানও কাজ করবেন বলিউডে। অন্যদিকে আবার পরিচালক রাজ চক্রবর্তীরও হিন্দি প্রজেক্টে দেখা যেতে পারে সাঁই পল্লবীকে।

এমতাবস্থায় দক্ষিণী সুপারস্টার রামচরণের মুখে যদিও অন্য কথা। বাংলা ইন্ডাস্ট্রির ভূয়সী প্রশংসা করলেন তিনি। হাজির ছিলেন হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটে। সেখানেই রামচরণ জানান, তিনি বাংলাস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান।

অভিনেতা জানান, প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায় কাজ করতে কিন্তু, ভারতীয় সিনেমা বদলেছে। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনও বিভাজন থাকছে না। বরং আমরা ধীরে ধীরে সামগ্রিক ভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি। অভিনেতা জানিয়েছেন, তিনি অন্যান্য ভাষাতে কাজ করতে চান। ঠিক যেমন করেছেন তাঁদের পূর্বসুরি রজনীকান্ত, কমল হাসানরা।

রাম চরণ বলেন, ‘‘আমি গুজরাতি ভাষায় কাজ করতে চাই। এ ছাড়াও বাংলা ভাষার ছবি নিয়ে ধারণা রয়েছে। বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোনও পরিচালক আমার কথা ভাবেন তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোনও আপত্তি নেই।’’

প্রসঙ্গত বাংলার সঙ্গে বেশ ভাল যোগাযোগ রয়েছে রাম চরণের। তিনি সময় করে বাংলা ছবিও দেখেন। নিজের ছবি ‘আরআরআর’-এর প্রচারের সময় কলকাতায় ঝটিকা সফরে এসেছিলেন অভিনেতা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.