The news is by your side.

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখের পরিবর্তে দেব!

0 151

বলিউড বাদশা শাহরুখ খানের জায়গায় টলিউডের রাজা ‘দেব।’ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবার দায়িত্ব পালন করবেন দেব। শাহরুখও থাকছেন তার নিজের জায়গায়। এমনটাই ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বুধবার নবান্নের সভায় শিল্প নিয়ে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেড় ঘন্টা ধরে বাংলার শিল্পপতিদের সঙ্গে নানান আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। সবার কথা শুনলেনও। তবে চমক এল একদম শেষলগ্নে। এদিন দেবের কাছে নতুন প্রস্তাব দিলেন মমতা।

ঘাটালের সাংসদকে বাংলার ট্যুরিজম দপ্তরের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। দেবও একবাক্যেই ঘাড় নাড়লেন। এদিন দেবের উদ্দেশে মমতা বলেন, ‘দেব, তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটু কাজ করো না বাবা’।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। বাংলার টুরিজম ডিপার্টমেন্টের হয়ে একটি ভিডিও শ্যুটও করেছিলেন বাদশা। মমতার সঙ্গে দারুণ সম্পর্ক শাহরুখের। ভাইয়ের মতো কিং খানকে ভালোবাসেন মুখ্যমন্ত্রী। দিদির ডাকে প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছুটে আসেন শাহরুখ। চলতি বছরের গোড়াতেও হাজির হয়েছিলেন। শাহরুখের পর এবার দেবকে বাংলার পর্যটন অ্যাম্বাসেডর হিসাবে চান মমতা।

তাহলে কি শাহরুখ আর বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন  না? না, এমন কিছুই ঘটছে না। মমতা স্পষ্ট বলেছেন, ‘এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাও আমাদের একটি বিজ্ঞাপন শ্যুট করে দিয়েছিল। এবার তুমিও (দেব) পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।’

 

Leave A Reply

Your email address will not be published.